কলকাতা: স্বস্তির খবর, মিশে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স! এদের জুড়ে দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্স। যা আগামী ২০২৪ সালের মার্চের মধ্যেই সম্পন্ন হবে বলে সবুজ সংকেত দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোর্ডের এই সিদ্ধান্ত টাটার কাছে বড়সড় স্বস্তি।