নতুন দিল্লি: বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিল কেন্দ্রের বিজেপি সরকার। সূত্র মাতফৎ জানা গিয়েছে, তাঁর নিরাপত্তা ব্যবস্থায় সিআরপিএফ-কে নিয়োগ করা হবে। সম্প্রতি নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে কিছু লোক ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠার পর মহাগুরুর নিরাপত্তার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মোদি সরকার।
উল্লেখ্য, গত ৭ মার্চ কলকাতার ব্রিগেডে মোদির জনসভায় এসে বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী ২৭ মার্চ থেকে রাজ্যের ৮ দফা বিধানসভা নির্বাচনের শুরু। শেষ হবে ২৯ এপ্রিল। এই দীর্ঘ সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির হয়ে ভোট প্রচার করবেন তিনি। অংশ নেবেন একাধিক জনসভায়। সেই সময়ে মিঠুনের নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও গলদ না থাকে, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।