নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাংলা টিভি ধারাবাহিকে টিআরপি-তে পিছিয়ে পড়ল জি বাংলা। ফলে চরম ক্ষতির মুখে মিঠাই। কারণ প্রথম তিনটি স্থান দখল করেছে স্টার জলসা। তবে জি বাংলায় এখন প্রথম স্থানে গৌরী এলো। এই সিরিয়ালটি এখন চার নম্বরে। জি বাংলার ওপর মিঠাই ভক্তরা ক্ষিপ্ত হওয়ার ফলে ঘটেছে এই বিপর্যয়। মিঠাইয়ের প্রোমো নিয়েও মুখ ঘুরিয়ে নিয়েছে নেটিজেনদের একটি অংশ। যুগ্মভাবে পঞ্চম স্থানে আছে লক্ষ্মী কাকিমা ও মিঠাই।
জানা গিয়েছে, গত এক সপ্তাহে ঘটেছে এই রদবদল। প্রথম স্থানে উঠে এসেছে ধূলোকণা। এই সিরিয়ালটি এখন স্লড লিডার ও বেঙ্গল টপার। লালন ফুলঝুরিকে বিয়ের পিঁড়িতে বসিয়ে এই ধারাবাহিকটির রেটিং পয়েন্ট এখন ৯.৩। দুই নম্বরে রয়েছে গাঁটছড়া। এর রেটিং পয়েন্ট এখন ৮.৩। তিন নম্বরে রয়েছে ফড়িং। মায়ের অবিচারের বদলা নিতে গিয়ে জনপ্রিয়তা বেড়েছে তার। এই ধারাবাহিকটির রেটিং পয়েন্ট এখন ৮। অন্যদিকে ৭.৭ পয়েন্ট পেয়ে চার নম্বরে রয়েছে গৌরী এলো। আর পঞ্চম স্থানে থাকা লক্ষ্মী কাকিমা ও মিঠাই এর রেটিং পয়েন্ট ৭.৫। এর পরেই ৬ষ্ঠ স্থানে রয়েছে মন ফাগুন। এই সিরিয়ালের রেটিং পয়েন্ট এখন ৭.২।