মুম্বই : মা হতে চলেছেন বিপাশা বসু? এর আগে বহুবার বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার আর গুঞ্জন নয়, বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁর পরিবার সূত্রেই জানা গিয়েছে। খুব শীঘ্রই বাবা-মা হওয়ার খবর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেবেন।
অন্যদিকে, ইনস্টাগ্রামে করণ সিং গ্রেভারও বিয়ের ভিডিও পোস্ট করে বিপাশার উদ্দেশ্যে লেখেন, ‘আমার হওয়ার জন্য এবং আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান, সুখী এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি করার জন্য তোমাকে ধন্যবাদ!’ করণ আরও লেখেন, ‘আমি প্রতি রাতে ঘুমতে যাই এই ভেবে যে আমি সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারব না। তারপর সকালে ঘুম থেকে উঠে অনুভব করি, গত রাতে আমি কতটা নির্বোধের মতো একথা ভেবেছিলাম। আমি অবশ্যই তোমাকে এখনও অনেক বেশি ভালবাসি! এটা একটা দুষ্ট চক্র! শুভ ষষ্ঠী বিবাহবার্ষিকী আমার ভালবাসা!’
২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি ‘অ্যালন’-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। এরপর ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর মা হতে চলার সুখবর শোনালেন বঙ্গ তনয়া বিপাশা। এবছর ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্বামী করণের উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, ‘আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি।’