মালদ্বীপ, ১০ নভেম্বর: মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃতদেহ উদ্ধার। মৃতদের মধ্যে ৮ জন ভারতীয় ও একজন বাংলাদেশী নাগরিক বলে জানা গিয়েছে। তাঁরা এখানে কাজের উদ্দেশ্যে এসেছিলেন। ঘটনায় আরও অনেকে জখম হয়েছেন। মালের একটি জনবহুল এলাকার বহুতলে গাড়ির গ্যারাজে আজ প্রথমে আগুন লাগে। এরপর দাবানলের মত সেই আগুন সম্পূর্ণ বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ওই এলাকায় শ্রমিকদের ঘিঞ্জি বাসস্থান ছিল। ফলে আগুন লাগার ফলে তাঁরা দ্রুত বাইরে আসতে পারেননি। আগুনের মধ্যে আটক পড়ে দগ্ধ হন তাঁরা।
কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে মালদ্বীপ প্রশাসন। পরিস্থিতির ওপর নজর রেখেছে। একটি ট্যুইট বার্তায় এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেখানকার ভারতীয় হাইকমিশন। এবং দুটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।
ভারতীয়দের হেল্প লাইন নম্বর: +৯৬০৭৩৬১৪৫২ ও +৯৬০৭৭৯০৭০১।