মালদহে ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার

    211
    0

    মালদহ, ৫ সেপ্টেম্বর : মালদহে কোটি টাকা উদ্ধার হল মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই মাছ ব্যবসায়ীর নাম জয় প্রকাশ সাহা। গাজলের ঘাকশোলে তার বাড়ি থেকে পাওয়া গেল এই মোটা অংকের টাকা। গতকাল সেখানে হানা দেয় সিআইডির একটি দল। আর সেখানে গিয়েই উদ্ধার হয় এই প্রচুর পরিমান টাকা। প্রথমে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল ১ কোটি ৩০ লক্ষ। সন্দেহ করা হয়, তার কাছ থেকে আরও মোটা অংকের টাকা পাওয়ার সম্ভবনা রয়েছে। সেই টাকার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিআইডি। এমনকি এটাও জানা যায় যে, মেশিন আনা হয়েছিল টাকা গোনার জন্যে। গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়। আর ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে মাদক বিক্রির ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করে সিআইডি। সিআইডির বিশেষ আধিকারিক আনিশ সরকার জানিয়েছেন যে, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া মোট টাকা পরিমান বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লখ ৩ হাজার টাকা। তদন্তে মাদক কারবারের যোগ মেলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

    Previous articleনরেন্দ্র মোদিও সিবিআইকে প্রভাবিত করতে পারবেন না, বিস্ফোরক উপেন বিশ্বাস
    Next articleসাইরাস মিস্ত্রির মৃত্যুতে শোকপ্রকাশ মমতা ও মোদীর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here