মালদহ: গত বুধবার দুপুরে মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে হঠাৎ-ই এক বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বিদ্যালয় চলাকালীন পঞ্চম শ্রেণীর কক্ষে এক হাতে বন্দুক ও এক হাতে একটি ব্যাগ নিয়ে ঢুকে পড়ে। তারপর ব্যাগ থেকে দুটি মুখ বন্ধ কাঁচের বোতল বের করে টেবিলের উপর রাখে। অনেকের সন্দেহ, ওই বোতলে অ্যাসিড অথবা পেট্রোল ছিল। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই অবিভাবকরা ভিড় জমায় স্কুল চত্বরে।
যখন স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই একজন সাহসী যুবক ওই বন্দুকবাজের ওপর ঝাঁপিয়ে পড়ে ও তাকে জাপটে ধরে। পরে অন্যান্যরাও তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে পুলিশ এসে ঔ বন্দুকবাজকে উদ্ধার করে।