মার্কিন দূতাবাসে বিস্ফোরণের হুমকি

    42
    0

    মুম্বই: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট। প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ক্ষমা না করলে খুন করা হবে দূতাবাসের আমেরিকান কর্মীদেরও। এমনই হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাণিজ্যনগরীতে। মামলা দায়ের করে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বান্দ্রা কুরলা থানার পুলিস। হুমকি মেলের নেপথ্যে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দূতাবাসের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 

    পুলিস জানিয়েছে, শনিবার ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ হুমকি ইমেলটি পান দূতাবাসের কর্মীরা। অভিযুক্ত নিজেকে মার্কিন নাগরিক বলে দাবি করেছে। তার বক্তব্য, দেশে তার বিরুদ্ধে ১৯টি মামলা চলছে। সেজন্য তাকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। প্রেসিডেন্ট তাকে ক্ষমা না করলে মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট উড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের নাগরিকদের হত্যারও হুমকি দিয়েছে সে। দূতাবাসের থেকে অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নেমেছে পুলিস। ইমেল আইডি খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

    Previous articleপ্রতারিত ক্রেতাকে ফ্ল্যাটের টাকা ফেরানোর নির্দেশ কেন্দ্রের
    Next articleসরকারি হাসপাতালের ওটি-তে প্রি-ওয়েডিং ফটোশ্যুট, বরখাস্ত ডাক্তার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here