দিনহাটা: ভরদুপুরে বাড়িতে ঢুকে স্থানীয় এক বিজেপি নেতাকে গুলি করে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার দুপুরে ওই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দিনহাটা ব্লকের পুঁটিমারি খরখড়িয়া গ্রামে। পুলিস ও স্থানীয় সূত্রের খবর, নিহত যুবকের নাম প্রশান্ত রায় বসুনিয়া(২৭)। তিনি দিনহাটা বিধানসভার ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন। দুষ্কৃতীরা তাঁর বাড়ির একটা ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে প্রশান্তকে। ঘটনার সময় রান্নাঘরে ছিলেন মৃতের মা। গুলির শব্দ পেয়েই ছুটে ঘরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছে ছেলে।
এদিকে ওই ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এদিন স্থানীয় শিমুলতলা এলাকায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। স্থানীয় সূত্রে খবর, প্রশান্ত রায় বসুনিয়া এদিন তাঁর বাড়িতেই একটি ঘরে বসেছিলেন। দুপুর দেড়টা নাগাদ সদর দরজা দিয়ে জনা তিনেক দুষ্কৃতী বাড়িতে ঢোকে। মা সুমিত্রা রায় বসুনিয়া তখন রান্নাঘরে কাজ করছিলেন। প্রশান্তের ঘরে ঢুকেই কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আচমকা গুলির আওয়াজে চিৎকার চেঁচামেচি শুরু হয়। দৌড়ে আসেন প্রতিবেশীরা। রান্নাঘর থেকে বেরিয়ে মা দেখতে পান ছেলের রক্তাক্ত দেহ। পুলিস তড়িঘড়ি ওই বিজেপি নেতাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মা বলেন, ঘরে ঢুকে দেখি দুষ্কৃতীরা আমার ছেলেকে গুলি করে মেরে ফেলল। তবে কে গুলি করেছে, আমি দেখতে পাইনি।