আমতা, হাওড়া: ২০২৩ এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়া দিয়েছে।শাসক দল থেকে বিরোধী দলগুলি প্রচার ও মানুষের সঙ্গে জনসংযোগ করতে ব্যস্ত। নির্বাচনের প্রাক্কালে সারা রাজ্যের সঙ্গে হাওড়া জেলায় শুরু হয়েছে ‘ দুয়ারে সরকার ‘ শিবির। ৩০ শে নভেম্বর পর্যন্ত হাওড়া জেলার বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতে জোর কদমে কাজ করছে ‘ দুয়ারে সরকার ‘। আগের বারের মতোই এবারও জনগণ কেন্দ্র ও রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক পরিষেবা ও সুযোগ -সুবিধা পাবেন।