Home Uncategorized মানুষ সরকারি কোনও প্রকল্প থেকে যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে ‘দুয়ারে...

মানুষ সরকারি কোনও প্রকল্প থেকে যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে ‘দুয়ারে সরকার ‘

154
0

আমতা, হাওড়া: ২০২৩ এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়া দিয়েছে।শাসক দল থেকে বিরোধী দলগুলি প্রচার ও মানুষের সঙ্গে জনসংযোগ করতে ব্যস্ত। নির্বাচনের প্রাক্কালে সারা রাজ্যের সঙ্গে হাওড়া জেলায় শুরু হয়েছে ‘ দুয়ারে সরকার ‘ শিবির। ৩০ শে নভেম্বর পর্যন্ত হাওড়া জেলার বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতে জোর কদমে কাজ করছে ‘ দুয়ারে সরকার ‘। আগের বারের মতোই এবারও জনগণ কেন্দ্র ও রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক পরিষেবা ও সুযোগ -সুবিধা পাবেন।

Previous articleবছরে তিন হাজার ভারতীয় যুবককে ভিসা দেবে ব্রিটেন
Next articleচণ্ডীগড়ে চতুর্থ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে বাংলার কবি মিলি দাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here