Home State মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যান চৌবের গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যান চৌবের গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

190
0

29 মার্চ, কলকাতা: আজ বৃহস্পতিবার অষ্টম দফা ভোট গ্রহণের সময় মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যান চৌবের গাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বিজেপি নেতা কল্যান চৌবে অভিযোগ করেন, ওই দুষ্কৃতীরা আসলে তৃণমূলের গুন্ডা বাহিনী। তিনি বলেন “আমাদের পোলিং এজেন্ট ভিতরে বসেছিলেন। সে সময় 51 বছর বয়সী একজন মহিলার পরিবর্তে একজন 31 বছর বয়সের মহিলা ভোট দিতে আসেন। তখন বিষয়টি নিয়ে আমাদের এজেন্ট আপত্তি জানালে তার সঙ্গে গন্ডগোল শুরু করে তৃণমূলের গুন্ডাবাহিনী।”

জানা গিয়েছে, এই ঘটনার খবর পেয়ে বিজেপি নেতা কল্যাণ চৌবে ঘটনাস্থলে ছুটে আসেন। আর সে সময় একদল দুষ্কৃতীরা তাঁর গাড়ি ঘিরে ধরে। শারীরিক আক্রমণ করা হয় এই বিজেপি প্রার্থীর উপর।

Previous articleকরোনা আক্রান্ত রানী রাসমণি
Next articleপ্রার্থী নিয়ে ক্ষোভ আর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে 70-80টা আসন হাতছাড়া হতে পারে বিজেপির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here