কলকাতা: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই গেল বিভিন্ন বাধাবিঘ্ন। জলপাইগুড়িতে জঙ্গলপথ পেরিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। মৃত ছাত্রের নাম অর্জুন দাস। অন্যদিকে হাই মাদ্রাসার পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন কেশপুরের দোগেছিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী। মেদিনীপুর সদরের পাঁচখুরি এলাকায় পরীক্ষার্থীদের মারুতি ভ্যানটি উল্টে জখম হয়েছেন ন’জন ছাত্রী। একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। তাদের তিনজনকে পর্যবেক্ষণে রেখে বাকি সকলকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে জানান, মাধ্যমিকের জন্য তৈরি বিশেষ অ্যাপ এলিগজামের মাধ্যমে মোট ২,৮৬৭টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২,৪৪৮টি কেন্দ্র থেকেই সময়মতো আপডেট এসেছে। বাকিগুলিতে বিভিন্ন কারণে সামান্য দেরি হয়েছে। পরীক্ষার্থীদের সাহায্যের জন্য খোলা কন্ট্রোল রুমে অন্যবারের তুলনায় অনেক কম ফোন এসেছে বলে তিনি দাবি করেন। সভাপতি জানান, সমস্ত ব্যবস্থা ছিল নিখুঁত। সুষ্ঠুভাবেই পরীক্ষা হয়েছে। এদিন পরীক্ষার পর ওই কেন্দ্রের বেশিরভাগ পরীক্ষার্থী সাংবাদিকদের জানায়, প্রশ্ন মোটামুটি সহজ এসেছে। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। প্রশ্ন সহজ হবে বলেই আশা রাখি। তবে কারও কারও কম নম্বরও আসতে পারে। তার জন্য ভেঙে পড়লে চলবে না। পরবর্তীতে আরও ভালো করার জন্য ঝাঁপাতে হবে।