কলকাতা: মাধ্যমিকের ফল প্রকাশের পরদিন, অর্থাৎ ২০ মে, শনিবার প্রকাশিত হচ্ছে মাদ্রাসারও ফল। মাদ্রাসা শিক্ষা পর্ষদ বুধবার জানিয়েছে, ওইদিন হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলপ্রকাশ করা হবে সকাল সাড়ে ১০টায়। ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যাবে বেলা সাড়ে ১১টা থেকে।
ওইদিনই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে মাদ্রাসাগুলি। http://www.wbbme.org http://wbresults.nic.in এবং http://www.exametc.com ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে Exametc.com মোবাইল অ্যাপটি ডাউনলোড করেও বিনামূল্যে ফল দেখতে পারবে তারা।