আলিপুরদুয়ার: মাদারিহাট ব্লকের শিশুঝুমড়া পঞ্চায়েতের ৩ নম্বর সরুগাঁও বস্তিতে হঠাৎই ক্লোরিন গ্যাসের প্রভাবে কমপক্ষে ২৫ জন অসুস্থ হয়ে পড়ে। শনিবার রাতে বর্ষবরণের প্রস্তুতির সময় ঘটে । অনেকেই কাশতে শুরু করেন বিষাক্ত ঝাঁঝালো গন্ধে । অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় গ্যাসের গন্ধের প্রভাবে ।
খবর পেয়ে মুখে মাস্ক পরে ঘটনাস্থলে আসে বীরপাড়া থানার ওসি পালজোর ভুটিয়ার নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। পুলিস রাতেই অসুস্থদের উদ্ধার করে তাদের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে। গাড়ি নিয়ে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেন স্থানীয় বাসিন্দারাও। এলাকায় আতঙ্ক ছড়ায় এই ঘটনায়। প্রাথমিক অবস্থায় ওই বিষাক্ত ঝাঁঝালো গন্ধের উৎস জানা সম্ভব হয়নি। পরে জানা যায়, জল শোধনের ক্লোরিন গ্যাসের পরিত্যক্ত সিলিন্ডার ওই গ্যাসের উৎস।