নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ বুধবার দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত টিজি রোডে ভয়াবহ বিস্ফোরণ হয়। এদিন ভোর পৌনে চারটে নাগাদ মহেশতলা পুরসভার এক নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। এটি মেটিয়াব্রুজ লাগোয়া এলাকা বলে জানা গিয়েছে। বিস্ফোরণে তিন শিশুসহ গুরুতর জখম হয়েছেন পাঁচজন। আহত পাঁচজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।