কলকাতা, ১ নভেম্বর: গত বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের মতো হাতে গরম প্রকল্প-এর প্রতিশ্রুতি দিয়ে হাতে নাতে সুফল পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এবার দুঃসময়ে যখন রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, তখন মহিলা ভোটারদের মন জয় করতে মাঠে নামছে মমতা সরকার। মহিলা ভোট ব্যাংক অটুট রাখতে জেন্ডার বাজেটের পরিকল্পনা নিল রাজ্য সরকার। সেজন্য নারী কল্যাণে আলাদা বাজেটের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। অর্থাৎ মহিলাদের প্রতি সরকার কতটা দায়বদ্ধ তা আলাদাভাবে বোঝানো হবে। তবে বরাদ্দ তেমন বাড়বে না বলে মনে করা হচ্ছে।