নাগপুর: মহারাষ্ট্রে আচমকা ভেঙে পড়ল রেলের একটি ফুট ওভার ব্রিজ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৪ জন। তাঁরা বর্তমানে চন্দ্রপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও অল্প বিস্তর চোট পেয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার বিকেল বেলায় বল্লারশাহ রেলস্টেশনে এই ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, যাত্রীদের চাপে সিমেন্টের পাটাতন আংশিকভাবে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। গুরুতর জখমদের ১ লক্ষ ও অল্প চোট পাওয়া ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।