মুম্বই: নৌকাডুবিতে মৃত্যু হল ৬ মহিলা শ্রমিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার চামর্ষি তালুকে। এদিন সকাল ১১টা নাগাদ বেনগঙ্গা নদীতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এক মহিলা শ্রমিককে উদ্ধার করা গিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিস জানিয়েছে, নৌকা করে মহিলারা লঙ্কার জমিতে কাজ করতে যাচ্ছিলেন। সে সময় দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি।