Home National মহারাষ্ট্রে নৌকাডুবি, মৃত ৬ মহিলা শ্রমিক

মহারাষ্ট্রে নৌকাডুবি, মৃত ৬ মহিলা শ্রমিক

55
0

মুম্বই: নৌকাডুবিতে মৃত্যু হল ৬ মহিলা শ্রমিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার চামর্ষি তালুকে। এদিন সকাল ১১টা নাগাদ বেনগঙ্গা নদীতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এক মহিলা শ্রমিককে উদ্ধার করা গিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিস জানিয়েছে, নৌকা করে মহিলারা লঙ্কার জমিতে কাজ করতে যাচ্ছিলেন। সে সময় দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি।

Previous articleরাম, সীতা, লক্ষ্মণের প্রতিমা খুঁজলেন অনেকেই
Next articleসংসদ ভবনের নিরাপত্তায় ১৪০ জন সিআইএসএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here