Home National করোনা মহামারী বিস্তারের জন্য চীনকে জরিমানা করুক বিশ্ব আদালত

করোনা মহামারী বিস্তারের জন্য চীনকে জরিমানা করুক বিশ্ব আদালত

216
0

কুমার বিক্রমাদিত্য, কলকাতা: প্রায় দুই বছর আগে চীনের উহানে করোনা রোগের সূত্রপাত। আর সেখান থেকে কয়েক মাসের মধ্যেই এই রোগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পৃথিবী জুড়ে বিভিন্ন রাষ্ট্রনেতা, বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ছোঁয়াচে ভাইরাস। করোনা রোগের সূত্রপাত কিভাবে হল, কিভাবে উৎপত্তি হল এই ভাইরাসের, তা নিয়ে কিছু কম জল ঘোলা হয়নি। অনেক বিজ্ঞানীর ধারণা, চীন কৃত্রিমভাবে এই ভাইরাস উৎপাদন করেছে। কারও কারও মতে, বাদুড়ের মজ্জা থেকে এই ভাইরাস সংগ্রহ করে তার সঙ্গে নতুন স্পাইক যোগ করে এক নতুন মাত্রা দেওয়া হয়েছে। যা মহামারীর রূপ নিয়ে ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। এব্যাপারে বারবার প্রশ্ন উঠেছে চীনের ভূমিকা নিয়ে। পৃথিবীব্যাপী বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে নানারকম বিতর্কের সৃষ্টি হয়েছে। কারও ধারণা হয়েছে, চীন পৃথিবীব্যাপী আধিপত্য বিস্তার করার জন্য ইচ্ছা করে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে। আর এই রোগ বিস্তারের মাধ্যমে তারা পৃথিবীবাসীর অজান্তে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে।
কিন্তু, করোনা ভাইরাসের সৃষ্টি যেখান থেকেই হোক, রোগের বিস্তার যেভাবেই ঘটুক, তার দায় অস্বীকার করতে পারে না চীন। গোটা বিশ্বের মানুষকে নাজেহাল করার জন্য সামগ্রিক দায় চীনকেই বহন করতে হবে। এজন্য বিশ্বের দরবারে চীনের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। না হলে যে কোনও খামখেয়ালিপনায় গোটা মানব সভ্যতা স্তব্ধ হয়ে যেতে পারে। এব্যাপারে নিঃশর্তভাবে যদি চীনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বিজ্ঞান নিয়ে যথেচ্ছ ব্যবহার ও এক্সপেরিমেন্ট করার সাহস পেয়ে যাবে পৃথিবীর যে কোনও দেশ, যে কোনও বিজ্ঞানী। এর ফলে বিপন্ন হয়ে যেতে পারে মানুষের জীবন।
কিন্তু কেন শুধু শুধু একশ্রেণীর মানুষের খামখেয়ালিপনার শিকার হবে গোটা বিশ্ব? কেন তাঁদেরকে কঠোর বার্তা দেবে না রাষ্ট্রসংঘ অথবা বিশ্ব আদালত? কেন পৃথিবীর এক শ্রেণীর মানুষের সাম্রাজ্যবাদী মানসিকতা, লোলুপতা ও প্রতিহিংসাপরায়ণতার শিকার হবে পৃথিবীর শান্তিকামী নিরীহ মানুষ? এই অবিচার কি বিশ্বব্যাপী যুগ যুগ ধরে চলতেই থাকবে? মানুষ কি তাদের খেলার পুতুল নাকি? নিশ্চয়ই নয়।একশ্রেণীর মানুষের অনৈতিকতার শিকার হতে দেওয়া উচিত নয় শুভবুদ্ধি সম্পন্ন ও শান্তিকামী বিশ্ববাসীকে। কেন একটা দেশের খামখেয়ালিপনা ও দায়িত্বজ্ঞানহীনতার মাশুল গুণতে হবে গোটা পৃথিবীর কয়েক শতকোটি নিরপরাধ মানুষকে? আর সেটাই যদি হয়, তাহলে অবিলম্বে রাষ্ট্রসঙ্ঘের তৎপরতায় বিশ্ব আদালতে করোনায় পৃথিবীর সব দেশের ক্ষতির সমতুল জরিমানা হওয়ার প্রয়োজন চীনের। এ ব্যাপারে বিশ্বের প্রতিটি দেশ থেকে উঠুক জোরালো আওয়াজ ও কঠোর প্রতিবাদ।

Previous article
Next articleলকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিজেপি নেতা সম্রাট চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here