Home Kolkata শহরে ডাকাতিতে যুক্ত পুলিস ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা

শহরে ডাকাতিতে যুক্ত পুলিস ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা

170
0

কলকাতা: শহরে একাধিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বেশ কয়েকজন পুলিশ কর্মী। যার মধ্যে চার জন কলকাতা পুলিস ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। তালতলা, একবালপুর, নিউটাউন এলাকায় ডাকাতির ঘটনায় ধৃত কর্মীদের নাম প্রকাশ্যে এসেছে। এই অভিযুক্তরা হলেন দেবাশিস দাস, প্রভাত বেরা, অমিয় উপাধ্যায় ও সৌরেন হাজরা। এই ঘটনায় মুখ পুড়েছে লালবাজারের। প্রশ্ন উঠছে এই ধরণের অপরাধীরা কিভাবে পুলিস ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হল?
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, বিদেশি মুদ্রা লেনদেন তথা ভ্রমণ সংস্থার এক কর্মীর কাছ থেকে ৩৩ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটে ২ নভেম্বর একবালপুর থানার ময়ূরভঞ্জ রোডে। ধৃত প্রভাত বেরা কলকাতা পুলিসের পোর্ট ডিভিশনের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য বলে পরিচিত।
এছাড়া গত জুন মাসে ১ কোটি ৮০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ধৃত পুলিস কর্মীদের মধ্যে কলকাতা পুলিসের অষ্টম ব্যাটালিয়নের কনস্টেবল দেবাশিস দাস ও অমিয় উপাধ্যায় ওয়েলফেয়ার বোর্ডের সক্রিয় সদস্য। তারা পুলিস পরিচয় দিয়ে জোর করে তালতলায় ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে যায়।
২৩ আগস্ট গ্রেপ্তার হন স্পেশাল ব্রাঞ্চে ডেপুটেশনে কর্মরত এএসআই সৌরেন হাজরা। সে নিউটাউনে একটি ডাকাতির মামলায় জড়িত। সেও কলকাতা পুলিসের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। জানা গিয়েছে, ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে অষ্টম ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন সৌরেন হাজরা ।
কলকাতা পুলিসের ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা একের পর এক গ্রেপ্তার হওয়ায় রীতিমতো অস্বস্তিতে সংগঠনের নেতৃবৃন্দ।

Previous articleআলমবাজার মঠ বেলুড়ের অধীনে
Next articleউপচে পড়ল ভিড়, কোচবিহারে শুরু রাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here