বীরভূম, ৬ ডিসেম্বর: বীরভূমের মোহাম্মদ বাজারে শুট আউট। গতকাল রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, পাথর খাদান-এর এক কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। গুলি বৃদ্ধ হয়েছেন প্রাথমিক স্কুলের এক শিক্ষক। মৃতের নাম ধানু শেখ। তাঁর বয়স ৪৫ বছর। আর জখম স্কুল শিক্ষকের নাম ধনা হাঁসদা। এমনটাই সূত্রের খবর।