সংবাদ কলকাতা: মরুভূমির দেশে বন্যা। অবাক হলেও সত্যি ঘটনা। কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত চলছে। মক্কা মদিনা সহ আরও বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে জনজীবনের উপর প্রভাব পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উপরও প্রভাব পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উঁচু এলাকাগুলিতে তুষারপাত হতে পারে।
২০০৯ সালের পরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবার।