Home District ময়নাগুড়ি ব্লকে পানীয় জলের সমস্যায় স্থানীয়দের বিক্ষোভ

ময়নাগুড়ি ব্লকে পানীয় জলের সমস্যায় স্থানীয়দের বিক্ষোভ

166
0

ময়নাগুড়ি, ২৯ সেপ্টেম্বর: বৃহস্পতিবার, ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নং অঞ্চলের  উত্তর ভুসকাডাঞ্জা মেলার মাঠ এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই তাঁদের পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের ৪ থেকে ৫ বছর ধরে ঠিকমতো পানীয় জল দেওয়া হয় না। গত  একমাস যাবৎ একদমই তাঁরা পানীয় জল পাচ্ছেন না। তাঁরা  আরও জানান, ওই অঞ্চলের পাঁচ থেকে ছয়টা এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের। তাঁদের দাবি, সারাদিনে  তিনবার টাইম কলে জল দেওয়ার কথা। সেখানে একবারও ভালোমতো দেয় না। এব্যাপারে পাম্প অপারেটর রতন চন্দ্র  অধিকারী, কমল রায়, বাপন বসুনিয়াদের জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি। সেজন্য তাঁরা আজ জলের অফিসে তালা লাগিয়ে এই বিক্ষোভের শামিল হয়েছেন। যতদিন পর্যন্ত না পানীয় জলের সমস্যা মিটবে, ততদিন তাঁরা এই তালা খুলতে দেবেন না। এবং বিক্ষোভ দেখাতে থাকবেন।

Previous articleশিলিগুড়িতে দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন গৌতম দেব
Next articleশিলিগুড়িতে রথ খোলার পুজোর থিম লেটার বক্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here