Home State মমতার বিরুদ্ধে দিলীপের কুকথা

মমতার বিরুদ্ধে দিলীপের কুকথা

223
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ফের কুকথায় মাতল দিলীপ। তাও আবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। বুধবার নাম না করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেন দিলীপ। বলেন, ‘ওনার বাবা-মায়ের ঠিক নেই না কি?’মুহর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই মন্তব্য। মূলত মমতার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনেন দিলীপ। নাম না করে তিনি বলেন, ‘আপনি বলেন, আমি বাংলার মেয়ে। ঠিক আছে, বাংলার মেয়ে। আবার গোয়ায় গিয়ে দাবি করেন আমি গোয়ার মেয়ে। বাপ – মায়ের ঠিক নেই না কি?’

Previous articleলক্ষ্য মোদির দাক্ষিণাত্য জয়, রাজ্য সভায় পিটি উষা সহ ৪ দক্ষিণ ভারতীয়
Next articleস্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিচ্ছে না, ব্যাংকগুলিকে ধমক মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here