মমতার ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি

    106
    0

    নয়াদিল্লি: ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দুয়ারে সরকার প্রকল্পের স্বীকৃতি স্বরূপ প্ল্যাটিনাম পুরস্কার নিলেন। চন্দ্রিমা পুরস্কার গ্রহণের পর বলেন, ‘একাধিকবার দুয়ারে সরকার প্রকল্পের সমালোচনা করেছেন রাজ্য বিজেপির নেতারা । এমনকী একে যমের দুয়ারে প্রকল্প বলতেও আটকায়নি তাঁদের। অথচ এই প্রকল্পের নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে । এ ব্যাপারে ওয়াকিবহাল কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাও । শনিবার তাঁরা পঞ্চমুখে প্রশংসা করেছেন দুয়ারে সরকার প্রকল্পের ।’

    রাজ্যের মন্ত্রী বলেন, ‘সব বিষয়ে রাজনীতি করা উচিত নয়। প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে । রাজ্যকে আবাস যোজনার সম্পূর্ণ টাকা দেওয়া হয়নি। রাজ্য সরকারেরও এইসব প্রকল্পে ৪০-৫০ শতাংশ শেয়ার থাকে।’

    চন্দ্রিমাদেবী বলেন, ‘শুধুমাত্র রাজনীতি করতে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে অনেক খারাপ কথা বলা হয়েছে। কিন্তু প্রায় ৬ কোটি ৭০ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে এই প্রকল্পের সুবিধা। ফলে একে অগ্রাহ্য করার কোনও উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ভাবনী চিন্তাশক্তির কারণেই এই পুরস্কার দিতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।’

    Previous articleদিল্লিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, জখম ১
    Next articleদিল্লিতে মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা, লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন ঘেরাও

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here