পর্ষদ প্রনীত মাধ্যমিক টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতাই ম্যাপ পয়েন্টিং এর প্রশ্নে লেখা আজাদ কাশ্মীর। যা নিয়ে রীতিমতো তরজা শুরু হয়েছে। টেষ্ট পেপারের পাতার ছবি সহ তুলে ধরে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিচ্ছিতাবাদী শক্তিকে মদত দিচ্ছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।