মমতাকে দেখেই কাঁদলেন পার্থ

    75
    0

    কলকাতা: শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার ছবি টিভির পর্দায় দেখে কেঁদে ফেললেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রের খবর, তিনি কয়েকজন জেল কর্মীকে বলেন, এরকম দিনও যে তাঁকে দেখতে হবে, তা তিনি কোনওদিন স্বপ্নেও ভাবেননি। জেল কর্মীদের একাংশ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘টিভি না দেখে আপনি বরং সেলে ফিরে যান। এভাবে কাঁদবেন না।’ কিন্তু তারপরেও তাঁকে কাঁদতে দেখা যায় বলে জেল সূত্রের খবর। 
    অন্যদিনের তুলনায় এদিন পার্থ খুব সকালে ঘুম থেকে ওঠেন। লিকার চা খেয়ে দ্রুত স্নানে যান। এরপর তিনি তাঁর সেল থেকে বেরিয়ে জেলের বারান্দায় এসে টিভির সামনে বসেন। সেই সময় দু’একজন বন্দি নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলে কিছুটা উত্তেজিত হয়ে পার্থ বলেন, ‘আপনারা একটু চুপ করুন। দেখছেন তো টিভিতে খবরটা দেখছি।’ 

    Previous article‘খেলা হবে’ নামে বাংলার নিজের ১০০ দিনের কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next articleমুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার যুবক

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here