বাঁকুড়া: সোনামুখী শহরে তিনটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরি। খোয়া যায় প্রতিমার প্রায় সাত লক্ষ টাকা মূল্যের সোনা ও রূপোর অলঙ্কার। তিন সপ্তাহের মাথায় গড়বেতার চার দুষ্কৃতীকে বমাল গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিস। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোড এলাকা থেকে এক দম্পতি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় সব অলঙ্কারই উদ্ধার হয়েছে বলে সোমবার বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন। এসপি বলেন, আমরা কালীপুজো নিয়ে ব্যস্ত ছিলাম। সেই সুযোগে সোনামুখীতে তিনটি কালীমন্দিরে চুরি হয়। আমরা গুরুত্ব দিয়ে ঘটনার তদন্তে নামি। একটু দেরি হলেও শেষমেশ গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্যাংয়ের সঙ্গে আরও কয়েকজন রয়েছে বলে আমাদের সন্দেহ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।