ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে আগেই দেখা মিলেছিল একটি চীনা ‘গোয়েন্দা বেলুন’-এর। এই রহস্যজনক বেলুনটিকে আমেরিকার মন্টানা এয়ারবেসের আকাশে উড়তে দেখা গিয়েছিল। এবার লাতিন আমেরিকায় খোঁজ মিলল আরও একটি চীনা স্পাই বেলুন-এর। গতকাল ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই বেলুনটি দেখা যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন।
যদিও চীন দাবি করেছে এটি কোনও নজরদারি বেলুন নয়, জলবায়ু ও আবহাওয়া গবেষণার কাজে নিয়োজিত একটি এয়ারশিপ।