মনোনয়ন জমাকে ঘিরে সংঘর্ষ, মৃত আইএসএফ কর্মী

    86
    0

    ভাঙড়: এবার অশান্তি ভাঙড়ে। দুদিন আগে গুলি-বোমাবাজির জেরে অশান্ত হয়ে উঠেছিল। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে ঘিরে সংঘর্ষ দেখা দিয়েছিল আইএসএফ-তৃণমূল কংগ্রেসের মধ্যে। এবার বৃহস্পতিবার সেখানে আবার চলল গুলি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়। মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা। বোমা-গুলির শব্দে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভাঙড়ে। রণক্ষেত্র ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। ওই আইএসএফ কর্মীর নাম মহম্মদ মহিদ্দিন মোল্লা।

    স্থানীয় সূত্রে খবর, সকালে সিপিএম প্রার্থীদের সঙ্গে একপ্রস্থ মারপিঠ হয়েছে এখানে। দুপুরে চালতাবেড়িয়া এবং নিমগড়িয়া আসা আইএসএফের সদস্যরা এসে এই গোলমাল পাকাতে শুরু করে। পাল্টা তখন আসরে নামে তৃণমূল কংগ্রেসও। দুপক্ষই লাগাতার বোমাবাজি করতে থাকে। এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। তবে বড় কোনও অ্যাকশন নিতে দেখা যায়নি বলেই অভিযোগ। যদিও অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান বলেন, আমরা বড় ফোর্স নিয়ে রয়েছি। দুষ্কৃতীদের খোঁজ করা চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। আমরা অপেক্ষায় আছি। পরিস্থিতি বুঝে পুলিশ এগোবে।

    এদিকে দুপুরের পর থেকেই এলাকায় মুহুর্মুহু বোমা চার্জ করা হচ্ছে। লাগাতার চলে গুলি। অশান্তির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। লাঠি ,বাঁশ হাতে দাপিয়ে বেড়াচ্ছে একদল দুষ্কৃতী। শাসক-বিরোধী কোন পক্ষের তা বোঝা যাচ্ছে না। ভাঙড় ২ ব্লকের বিডিও অফিস চত্বরে তুমুল বোমাবাজি শুরু হয়েছে। বোমা ধোঁয়ায় চারদিক অন্ধকারে ঢেকে গিয়েছে। বিজয়গঞ্জ বাজার এলাকাতেও শুরু হয়েছে বোমাবাজি। একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আইএসএফ কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়।

    Previous articleপঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
    Next articleঅত্যধিক ডায়েটিং সহ কঠোর শরীরচর্চা করতে গিয়ে মৃত এক তরুণী

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here