Home National মধ্যপ্রদেশে অ-মুসলিম ছাত্রীদের হিজাবপরতে বাধ্য করার অভিযোগ 

মধ্যপ্রদেশে অ-মুসলিম ছাত্রীদের হিজাবপরতে বাধ্য করার অভিযোগ 

95
0

দামো: জোর করে ছাত্রীদের হিজাব পরতে বাধ্য করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের দামো জেলার একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে। শুধু মুসলিম নয়, বোর্ডের পরীক্ষায় ভালো রেজাল্ট করা কিছু অ-মুসলিম ছাত্রীকেও জোর করে হিজাব পরিয়ে ছবি তোলা হয়েছে বলে অভিযোগ। ছাত্রীদের ওই ছবি দিয়ে বানানো পোস্টার সামনে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। এদিকে, কোনও ছাত্রীকে হিজাব পরতে কোনওদিনই বাধ্য করা হয়নি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। তাদের বক্তব্য, পোস্টারের ছবিতে যা দেখা যাচ্ছে, তা হিজাব নয়, ওড়না। এটি তাদের স্কুল ইউনিফর্মেই রয়েছে। এনিয়ে কোনও ছাত্রী বা তার পরিবার অভিযোগ জানায়নি। যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছে হিন্দুত্ববাদী দলগুলি। 

Previous articleসাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তারকে হুমকি
Next articleমায়ের সামনেই বিজেপি নেতাকে খুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here