Home National মণিপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ

মণিপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ

105
0

নয়াদিল্লি: মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন ডজন খানেক বিজেপি বিধায়ক। দিল্লির দরবারে এন বীরেন সিংয়ের বিরুদ্ধে নালিশ ঠুকেছেন তাঁরা। অবিলম্বে মুখ্যমন্ত্রী বদলের দাবি তুলেছেন। পাশাপাশি মন্ত্রিসভা পুনর্গঠনের দাবিও জানানো হয়েছে। ১০ থেকে ১২ জন বিজেপি বিধায়ক দিল্লি গিয়ে নালিশ ঠুকেছেন এন বীরেন সিংয়ের বিরুদ্ধে। অবিলম্বে বীরেনের বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও এ বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব জানা যায়নি। তবে মণিপুরের রাজনৈতিক সমীকরণ আগামী দিনে মোদি-অমিত শাহের মাথাব্যথা বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। বিদ্রোহী বিধায়কদের বেশিরভাগই কুকি সম্প্রদায়ের। তাঁদের ক্ষোভের অন্যতম কারণ শো-চুক্তি স্থগিত করে দেওয়া। ২০০৮ সালে সরকারের সঙ্গে কুকি বিদ্রোহীদের শো(এসওও) চুক্তি ২০২৩ সালের মার্চ মাসে স্থগিত করে দেয় বীরেন সরকার। এরপর থেকেই কুকিদের উপর পুলিসি অভিযান বৃদ্ধি পেয়েছে। ফলে বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একপ্রকার বাধ্য হয়েই তাই দিল্লির শরণাপন্ন হয়েছেন তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী বিধায়ক দাবি করেছেন, মণিপুর সহ উত্তর-পূর্ব ভারতে বিজেপির পা ক্রমশ শক্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের সুযোগ্য নেতৃত্বের কারণে। কিন্তু স্থানীয়স্তরের বিজেপি নেতাদের জন্যই সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। মণিপুরে এক শ্রেণির নেতা অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজতন্ত্র চালানোর চেষ্টা করছে। বিজেপি বিধায়কদের যুক্তি লোকসভা নির্বাচন আসন্ন। সেদিকে নজর রেখে অবিলম্বে এই সমস্যা মিটিয়ে ফেলা উচিত। 

Previous articleজোটের বার্তা নিয়ে মমতার কাছে আসবেন খাড়্গের দূত
Next articleহেঁটে দেশভ্রমণে কর্ণাটকের যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here