শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর: টয়ট্রেন তো অনেকেই চড়েছেন। তাই বলে দার্জিলিংয়ের বুকে শীততাপ নিয়ন্ত্রিত টয়ট্রেন? হ্যাঁ, সোমবার ভ্রমণ পিপাসুদের জন্য সেরকমই খুশির খবর শোনাল দার্জিলিংয়ের টয়ট্রেন কর্তৃপক্ষ। সেখানে আজ থেকে চালু হল শীততাপ নিয়ন্ত্রিত টয়ট্রেন পরিষেবা। একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটল এই ‘খেলনা গাড়ি’।