Home Sports ভ্যালেন্সিয়াকে পাঁচ গোল রিয়াল মাদ্রিদের

ভ্যালেন্সিয়াকে পাঁচ গোল রিয়াল মাদ্রিদের

82
0

রিয়াল মাদ্রিদ- ৫       :                    ভ্যালেন্সিয়া- ১
(কার্ভাহাল, ভিনিসিয়াস-২, রডরিগো-২)     (হুগো)

মাদ্রিদ: লা লিগায় জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে পাঁচ গোলের মালা উপহার দিল কার্লো আনসেলোত্তির ছেলেরা। জোড়া গোল যথাক্রমে ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগোর। এছাড়া জাল কাঁপান ড্যানি কার্ভাহাল। ভ্যালেন্সিয়ার একমাত্র গোলটি হুগো দুরোর। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই রইল রিয়াল। সমসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জিরোনা।

Previous articleবোলিং দুর্বলতাই ডোবাল: মুদাস্সার
Next articleদলে ফিরলেন ডি মারিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here