Home State ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের পাশে বিজেপি নেতা সম্রাট চক্রবর্তী

ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের পাশে বিজেপি নেতা সম্রাট চক্রবর্তী

216
0

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ভোটের ফল পরবর্তী হিংসাতে রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের ওপর একের পর এক হামলা হয়েছে। এই রাজনৈতিক হামলার জেরে ঘরছাড়া হয়েছেন বহু কার্যকর্তা। এমন তথ্য বারবারই উঠে এসেছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। কোথাও আবার কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েও সমস্যায় পড়েছেন বহু নেতৃত্বরা। সেইরকমই কঠিন পরিস্থিতিতে বিজেপির শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী ব্যক্তিগত উদ্যোগে রাজনৈতিক হামলাতে জেরবার কর্মীদের পাশে পৌঁছানোর চেষ্টা করছেন। কখনো হাওড়া জেলার উদয়নারায়ণপুর, কখনো বা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আক্রান্ত কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।
তাঁর সঙ্গ দিচ্ছেন বিজেপির বিভিন্ন জেলার কর্মীরা।আর্থিক সহযোগিতা অথবা খাদ্য সামগ্রী দিয়ে তাঁদের পাশে থাকার চেষ্টায় তিনি উদ্যোগী হয়েছেন। কর্মীরাও এই অসময়ে তাঁদের নেতৃত্বকে পাশে পেয়ে অনেকটাই খুশি হয়েছেন। এমনটাই জানালেন বিজেপি নেতা সম্রাট চক্রবর্তী।

Previous articleবাংলা বাঁচাও
Next articleবাঁশি বাজিয়ে ঘূর্ণিঝড় সরিয়ে দিচ্ছেন রেইনম্যান, আলোড়ন সোশ্যাল মিডিয়ায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here