ভূমিকম্প ক্ষতিগ্রস্ত কাছাড়ের লক্ষ্মীপুরের বহু ঘর বাড়ি, আহত একজন মহিলা

    80
    0

    কাছাড়: কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমায় ভূমিকম্পের ব্যাপক প্রভাব। গোঁসাইনগর-কৃষ্ণনগর গ্রামে ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত বহু ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে বিবেকানন্দ চক্রবর্তী এবং তপনলাল দাসের ঘরl আহত হয়েছেন তপনলাল দাসের পত্নীও। ভূমিকম্পের প্রভাব থেকে বাঁচতে ঘর থেকে বেরোবার সময় আহত হন তপনলাল দাসের পত্নী। লাবক বাগানের অনেক ঘর ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির উঠোনে মাটিতে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

    Previous articleবিশ্ব ইতিহাসে ২৫ জানুয়ারি
    Next articleজো বাইডেন বা জুকেরবার্গ, দ্বিতীয় এলিজাবেথ বা এলন মাস্ক এঁরা সকলে ভিন গ্রহের সরীসৃপ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here