ভূপাল, ২৭ অক্টোবর: প্রায় চার দশক পর ফের ভয়াবহ গ্যাস লিকের ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ভূপালে। এই ঘটনায় অসুস্থ হল ১৫ জন। তাদের মধ্যে ২ জন শিশুও আছে। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যাবেলায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ক্লোরিন গ্যাস লিক করার ফলে এই ঘটনাটি ঘটে। ওই ওয়াটার প্ল্যান্টটি শহরের মাদার ইন্ডিয়া কলোনিতে অবস্থিত। ক্লোরিন গ্যাসের তীব্র গন্ধে কাশি, বমি, শ্বাসকষ্ট ও চোখ জ্বালা শুরু হয়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে মাদার ইন্ডিয়া কলোনির ৪০০ পরিবার। পরস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। পাশাপাশি, পুলিশকেও খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা পুরসভার কর্মীদের সহযোগিতায় ঘন্টা খানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।