নয়াদিল্লি: রাজ্যে ভুয়ো আধার কার্ডের রমরমা রুখতে সমীক্ষা শুরু করল কেন্দ্র সরকার। সমীক্ষার শুরুতে বেছে নেওয়া হয়েছে রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ ও জনবহুল দুই জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
সূত্রের খবর, কেন্দ্র সরকার ভুয়ো আধার কার্ড রুখতে বিশেষ ব্যবস্থা চালু করতে চায়। এ নিয়ে কেন্দ্রের মোদী সরকার বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবনা চিন্তা করছে দেশের বেশ কয়েকটি রাজ্যে। প্রথম পর্যায়ে মোট আটটি রাজ্যে এই বিশেষ সমীক্ষা চালানো হবে। ওই আট রাজ্যের তালিকার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়া রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, মেঘালয়, অসম ও ত্রিপুরা।