কাছাড়: পোলিও টিকা নেওয়ার ১২ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটল দেড় মাসের এক নবজাতকের। ঘটনাটিকে কেন্দ্র করে কাছাড়ের পূর্ব ধলাইয়ের ভুবনহিল জিপিতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছেl
বুধবার ঘটনাটি ঘটেছে সোনাই খণ্ড প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের অন্তর্গত ভুবনহিল জিপির গঙ্গানগর ত্রয়োদশ খণ্ড এলাকায়। জানা গিয়েছে, ২১ ডিসেম্বর ছিল পোলিও টিকাকরণের তারিখ। আর সেইমতো স্থানীয় আশা কর্মীর ডাকে কৃষ্ণপুরের একটি পোলিও ক্যাম্পে সেই নবজাতককে টিকা প্রদানের জন্য নিয়ে যান সজল উরাংয়ের পত্নী পূর্ণিমা উরাং।
সেখানে নবজাতককে তিনটি ইনজেকশন দেওয়া হয়। বাড়িতে আসার কিছুক্ষণ পরই নবজাতকের জ্বর এসে যায়। শুরু হয় বমি। শেষ পর্যন্ত রাত ১১টায় ওই শিশুর মৃত্যু হয়।