সংকল্প দে: ইউক্রেন এখন গোলাবারুদের গন্ধে ভরে গেছে। গোটা দেশে টাটকা অক্সিজেন পাওয়া দুষ্কর। প্রতিটা মুহূর্তে বেঁচে থাকা মুশকিল ইউক্রেনবাসীদের কাছে। রুশ বিমান যখন তখন হামলা চালাচ্ছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে। এরকম যুদ্ধক্ষেত্রে বিয়ের ফুল ফুটল। ৩১ বছর এর তরুণী সৈনিক এভারেল্ড বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁর সহযোদ্ধা তরুণ এভাজনির সাথে।