Home International ভারত গুরুত্বপূর্ণ সহযোগী, মন্তব্য আমেরিকার

ভারত গুরুত্বপূর্ণ সহযোগী, মন্তব্য আমেরিকার

134
0

ওয়াশিংটন: বিভিন্ন ক্ষেত্রে ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার। ভারেতর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বহু প্রতিক্ষিত ওয়াশিংটন সফরের আগে এমনটাই জানালেন বাইডেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। সংশ্লিষ্ট সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও বৈঠক করতে পারেন দোভাল। আন্তর্জাতিক মহলের মতে দুই রাষ্ট্রের কাছেই দোভালের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ওয়াশিংটন সফরে যেতে পারেন দোভাল। যদিও সফরের দিনক্ষণ নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন বিদেশ মন্ত্রকের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাণিজ্য, নিরাপত্তা, প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে ভারত আমেরিকার অন্যতম অংশীদার। বর্তমানে এর বেশি আর কিছু বলতে চাই না। তবে এটুকু বলেত পারি যে দুই রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Previous articleশিলচরে রেলে কাটা পড়ে মৃত যুবক
Next articleদক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসছে ভারতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here