নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি : করোনায় ভারতে দৈনিক সুস্থতার হার ক্রমশ বাড়ছে। তুলনায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন করোনা রোগী। ফলে গত একদিনে দেশে প্রায় ৮৭ হাজার করোনা রোগীর সংখ্যা কমেছে। মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জন। এপর্যন্ত দেশে নথিভূক্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ লাখ ৯৫ হাজার ৫৯১ জন। তবে মানুষকে আশার আলো দেখাচ্ছে দেশে সফল টিকাকরণের সংখ্যা। এপর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ২০ কোটি ৬ লক্ষ ৬২ হাজার ৪৫৬ জন ব্যক্তির। যা দেশের মোট জনসংখ্যার এক সপ্তমাংশ।