Home National ভারতেও মিলবে ফ্লাইং কার পরিষেবা

ভারতেও মিলবে ফ্লাইং কার পরিষেবা

221
0

কুমার বিক্রমাদিত্য, নতুন দিল্লি: কি মুশকিল বলুন তো! শহরের রাস্তায় ভীষন জ্যাম। আটকে পড়েছেন আপনি। অথচ খুব দ্রুত আপনাকে পৌঁছাতে হবে গন্তব্যস্থলে। আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সারি সারি লরি, বাস, ম্যাটাডোর সহ আরও কত যানবাহন। ব্যস্ত সময়ে মাঝে মাঝে নিশ্চয়ই আপনারও মনে হয় আমার গাড়িটা যদি হঠাৎ ডানা মেলে এই ট্রাফিক জ্যাম টপকে উড়ে যেত আকাশে। মাথার উপর দিয়ে টপকে যেত এই সারি সারি গাড়ির মিছিল। তাহলে নিশ্চয়ই মন্দ হতো না। এখন থেকে আর চিন্তার কোনও কারণ নেই। মাটির বদলে আকাশে উড়বে আপনার দ্রুতগামী যানবাহনটি। ভারতের প্রযুক্তিতে তৈরি ফ্লাইং কার আপনাকে নিমেষে পৌঁছে দেবে গন্তব্যস্থলে। বিদেশের মত ভারতেও এবার খুব দ্রুত চালু হতে চলেছে এই পরিষেবা। এশিয়াতে এটাই হবে সর্বপ্রথম ফ্লাইং কার পরিষেবা। আজ, সোমবার বেসামরিক-বিমান-চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এরকমই একটি উড়ন্ত গাড়ির মডেল পরিদর্শন ও পর্যালোচনা করেন। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এই গাড়িটি যাত্রী পরিবহন, মালবাহী ও জরুরী পরিষেবার কাজে ব্যবহার করা হবে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, বিনতা এরোমবিলিটি সংস্থা এই ফ্লায়িং কার নির্মাণের দায়িত্ব নিয়েছে।

Previous articleবিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
Next articleঅপুষ্টি ও রোগমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দলের কর্মীদের কাজে লাগাবে বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here