লন্ডন, ২৪ অক্টোবর: অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি ১৪৯ এমপি-র সমর্থন জোগাড় করার পর কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হলেন। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ন্যূনতম ১০০ আসন জোগাড় করতে না পেরে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। এমনকি পেনি মরডান্টও তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো উপযুক্ত সংখ্যক আসন জোগাড় করতে না পেরে রণে ভেঙ্গে দেন। ফলে প্রভাবশালী ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্র্যাডি ঘোষণা করেন, ‘তাই কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে নির্বাচিত হলেন ঋষি সুনক।’ আর এতেই ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হয়ে গেলেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাতা ঋষি সুনক।
উল্লেখ্য, সম্প্রতি ব্রিটিশ মহিলা লিজ ট্রাসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে শূন্যস্থান তৈরি হয়। তাঁর পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়। গত নির্বাচনে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে ব্রিটিশ নাগরিকদের মন জয় করেছিলেন লিজ ট্রাস।কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারেননি লিজ। দেশের অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ক্ষমতায় আসার পর তাঁর ভূমিকা নিয়ে প্রবল প্রতিরোধ তৈরি হয়। তীব্র প্রতিবাদ ও সমালোচনার সম্মুখীন হন। তিনি বুঝতে পারেন, মানুষকে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা, আর সেই প্রশাসনিক শক্তিকে পরিচালনার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কাজটা মোটেই সহজ নয়। অবশেষে ৪৫ দিন পর পদত্যাগের সিদ্ধান্ত নেন কনজারভেটিভ পার্টির এই নেত্রী।