লখনউ: ভাইদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ ও খুন করানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের এই চাঞ্চল্যকর ঘটনায় নিহতের চার দেওরকে গ্রেপ্তার করেছে পুলিস। তবে ঘটনা প্রকাশ্যে আসার আগেই বিদেশে পালিয়েছে অভিযুক্ত স্বামী। পুলিস সূত্রে খবর, স্ত্রীকে গণধর্ষণ ও খুন করতে নিজের ভাইদের নগদ টাকা দিয়েছিলেন অভিযুক্ত। কিছুদিন আগে মহিলাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে তাঁর চার দেওর। নির্যাতিতাও রাজি হন। তবে মেলার পরিবর্তে জোর করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই ওই মহিলাকে গণধর্ষণের পর খুন করে তাঁর চার দেওর। এরপর প্রমাণ লোপাট করতে ইট দিয়ে মহিলার মুখ থেঁতলে দেয় ওই চারজন।