শিলচর: ব্যাঙ্কের ভিতরে ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধার। গত শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কাছাড় জেলার কাবুগঞ্জ এসবিআই ব্রাঞ্চে। জানা যায়, এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ কার্যালয়ের স্টেশনারি রুম থেকে কুলদীপ দাশগুপ্তের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনার খরব ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন সোনাই পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসেন সোনাই পুলিশ ও সোনাই সার্কল অফিসার তথা ম্যাজেস্ট্রেট ডাঃ দীপঙ্কর নাথ। ম্যাজেস্ট্রেটের উপস্থিতিতে ব্যাঙ্ক ম্যানেজার কুলদীপ দাসগুপ্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালে পাঠানো হয়।
কুলদীপ দাশগুপ্তের পরিবার সোনাই থানায় একটি মামলা দায়ের করে বলেন, উনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করার সময় একটি রহস্য বেরিয়ে আসে। আজ কাছাড়ের পুলিশ সুপার শিলচর সদর থানায় এক সাংবাদিক সম্মেলন করে জানান, কাছাড় পুলিশ অভিযানে নেমে এই ঘটনার সঙ্গে জড়িত চিফ ম্যানেজার ও অডিট অফিসার উগেন্দ্র পান্ডে নামের একজন ব্যক্তিকে শিলচর রেল স্টেশন থেকে আটক করেছে। তারপর উগেন্দ্র পান্ডেকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুপার আরও জানান, উগেন্দ্র পান্ডেকে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নেন ব্যাঙ্ক ম্যানেজার কুলদীপ দাশগুপ্ত। পুলিশ সুপার বলেন, ব্যাঙ্ক ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের আত্মহত্যার পিছনে কী রহস্য রয়েছে, তা তদন্তর পর বেরিয়ে আসবে। সেই সঙ্গে অন্য যাঁরা এই ঘটনার সাথে জড়িত আছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার।