Home International ব্রিটেনের রাজ পরিবারের থেকেও ধনী ঋষি সুনকের স্ত্রী এখনও ভারতের নাগরিক

ব্রিটেনের রাজ পরিবারের থেকেও ধনী ঋষি সুনকের স্ত্রী এখনও ভারতের নাগরিক

225
0

লন্ডন, ২৫ অক্টোবর: স্ত্রীর সম্পত্তির জোরে প্রধানমন্ত্রী সুনক ব্রিটেনের রাজ পরিবারের থেকেও ধনী। সানডে টাইমসের রিচেস্ট লিস্টের তথ্য অনুযায়ী অক্ষতার ৭০ কোটি ডলার বিনিয়োগ রয়েছে ইনফোসিসে। মোট ৮০ কোটি ডলারের বেশি সম্পত্তি রয়েছে নয়া প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর। স্ত্রী অক্ষতা হিসেব মতো দেশের একজন প্রথম শ্রেণীর পুঁজিপতি। যদিও তিনি বর্তমানে ভারতের নাগরিক। এখনও ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেননি। অন্যদিকে ব্রিটেনের রানির ৪৬ কোটি ডলার সম্পত্তি রয়েছে। অন্যদিকে বর্তমানে ৩৪-৩৯ কোটি ডলার সম্পত্তি রয়েছে ব্রিটেনের রাজা-রানির।
বার্ষিক আয়ের নিরিখেও রাজ পরিবার থেকে অনেক এগিয়ে প্রধানমন্ত্রীর পত্নী। শুধু শেয়ার বাবদ ইনফোসিস থেকে অক্ষতার বছরে আয় হয় গড়ে ১০০ কোটি টাকার উপরে। শুধু মাত্র গত আর্থিক বর্ষে বাবার ইনফোসিসের শেয়ার থেকে প্রায় ১২৬ কোটি ৬১ লক্ষ টাকা ডিভিডেন্ড পেয়েছেন।

Previous articleহোয়াটসআপ পরিষেবা বন্ধ নিয়ে মানুষের নানা আশঙ্কা
Next articleসিত্রাংয়ের প্রভাবে বাংলাদেশে শ্মশানে পরিণত উপকূলবর্তী জেলাগুলি, মৃত ৩৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here