Home Movies & Entertainment ব্রহ্মাস্ত্রের প্রচার চালিয়ে যাবেন আলিয়া

ব্রহ্মাস্ত্রের প্রচার চালিয়ে যাবেন আলিয়া

209
0

মুম্বই, ২৮ জুন: বিটাউনে কাপুর আর ভাট পরিবারে এখন খুশির মেজাজ। আলিয়ার কোল আলো করে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি। বিটাউনের তারকারাও এই উৎসবে শামিল হয়েছেন। ‘রালিয়া’-র ভক্তরাও খুশিতে ভাসছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিয়ে হয়েছে আলিয়া ভাত ও রণবীর কাপুরের। এরই মধ্যে গতকাল এই বলিউড নায়িকা এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি শিগগিরই মা হতে চলেছেন।
এদিকে নেট দুনিয়ায় চলছে নানা জল্পনা–কল্পনা। এই দম্পতির জীবনে নতুন সদস্য আসার খবর শুনে তাঁরা শুরু করেছেন নানান চর্চা। ছেলে না মেয়ে হবে? তাঁদের সন্তানের নাম কী রাখা হবে? এসব নিয়ে নেটিজেনরা ‘ফিসফাস’ শুরু করেছেন। সূত্রের খবর, আলিয়া নাকি যমজ সন্তানের মা হতে চেয়েছিলেন। তাই তাঁর ইচ্ছা পূরণ হয় কি না, তা-ই দেখার অপেক্ষা। তবে যা-ই হোক, আলিয়া অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে কাজের মধ্যে পুরোপুরি ব্যস্ত রাখবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কাজের প্রতি তাঁর একাগ্রতার কথা কারও অজানা নয়। বিয়ের দুই দিন আগেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন আলিয়া। এমনকি শুটিংয়ের ফাঁকতালে বিয়ের কেনাকাটা করেন মহেশ কন্যা। এমনকি, রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরপরই শুটিং শুরু করেন আলিয়া। জানা গিয়েছে, আলিয়া নিজের কাজ আর হবু সন্তানের মধ্যে সমতা বজায় রেখে চলবেন। সেই মতো তিনি তাঁর কাজের পরিকল্পনাও করে ফেলেছেন।
যদিও আলিয়া চান না তাঁর কাজের চাপে সন্তানের ওপর কোনও প্রভাবে পড়ে। হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিংয়ে আলিয়া এখন লন্ডনে। রণবীরের মা নীতু কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী মাসে দেশে ফিরবেন আলিয়া। লন্ডনে তাঁকে আনতে যাবেন রণবীর। ‘হার্ট অব স্টোন’, আর ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ ছবির শুটিং জুলাইয়ের মধ্যে শেষ করবেন তিনি। মাঝে কয়েকদিন বিরতি। ফের কাজে ব্যস্ত হয়ে যাবেন আলিয়া।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া আর রণবীর প্রথমবার একসঙ্গে রুপালি পর্দায় আসবেন। আলিয়া আর রণবীর ছাড়া এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুন। ছবিটির প্রযোজনায় আছেন করণ জোহর। আগামী ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক গড়ে উঠেছে নানা কারণে। আলিয়া আর রণবীরের ঘনিষ্ঠতা বাড়ে এই ছবির সেট থেকে। রণবীরের সঙ্গে কোমর বেঁধে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচার করবেন আলিয়া।

Previous articleনড়াইলে পুলিশের সামনে অধ্যাপককে অবমাননা, সরব মানবাধিকার কমিশন
Next articleপাত্রী চাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here