নতুন দিল্লি, ১২ নভেম্বর: সামনেই শীতকালীন অধিবেশন। তবুও একাধিক সংশয় ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল প্রসঙ্গে। নীতি আয়োগ এই বিলের পক্ষে দ্রুত পদক্ষেপ নিতে চাইলেও বাদ সেধেছে আরবিআই। কারণ রিজার্ভ ব্যাঙ্কের আশঙ্কা, এখনই ব্যাঙ্ক বেসরকারিকরণ করলে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক যথেষ্ট সংশয়ে রয়েছে। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বর্তমানে মুনাফা অর্জন করতে শুরু করেছে। যেহেতু ব্যাঙ্কগুলিকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক পরিকাঠামো আবর্তিত হয়, সেজন্য বেসরকারিকরণের ফলে কোনওরকম সমস্যা হলে অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আরবিআই-এর কর্তাব্যক্তিরা। সেজন্য বর্ষাকালীন অধিবেশনে এই বিল সংসদে পেশ করার কথা থাকলেও শিকে ছেঁড়েনি। এদিকে আইনমন্ত্রকও মুখে কুলুপ এঁটেছে বিষয়টি নিয়ে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই। এব্যাপারে শুক্রবারই আভাস মিলেছে। জল্পনার প্রতিপাদ্য কোনও বিল নেই এই অধিবেশন নিয়ে। চর্চার কেন্দ্রে সংসদের নতুন ভবন। এখন প্রধান আলোচ্য বিষয় এটাই। অধিবেশন কোথায় বসবে রাজনৈতিক মহলে সে নিয়ে চলছে জলঘোলা। সূত্রে খবর, অধিবেশনের সূত্রপাত হবে সংসদ ভবনের প্রতীকি উদ্বোধন করে। কিন্তু, শীতকালীন অধিবেশন চলবে পুরনো সংসদ ভবনেই।