কলকাতা: এক ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি ৮৯ লক্ষ টাকা ডাকাতির মামলায় ধৃত তিন পুলিস কর্মী সহ পাঁচজনের বিরুদ্ধে কলকাতা গোয়েন্দা পুলিস সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল আদালতে। শনিবার ব্যাঙ্কশাল আদালতে এই চার্জশিট পেশ করা হয়। ওই তিন পুলিস কর্মী হলেন অমিয় উপাধ্যায়, দেবাশিস দাস ও জয়দীপ রায়। শীঘ্রই তাঁদের হাতে ওই নথির প্রতিলিপি তুলে দেওয়া হবে। এর আগে এই মামলায় চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল। বর্তমানে তাঁরা জামিনে আছেন।